বর্ষ: ১, সংখ্যা: ২
জুমাদাল আখিরাহ ১৪৪৭ | সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর- ২০২৫
জামিয়ার দিন-রাত
১০/ ০৩/ ১৪৪৭হি.
০৪/ ০৯/ ২০২৫ঈ.
বৃহস্পতিবার
আজ বাদ জোহর জামিয়ার প্রথম সাময়িক পরীক্ষার পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়। অন্যান্য গুরুত্বপূর্ণ মজলিসের মতো আজও জামিয়ার মুহতামিম সাহেব হাফিজাহুল্লাহ উপস্থিত ছিলেন। মজলিসে এক তালিবে ইলম জামিয়ার নামে রচিত তারানা পাঠ করে শোনপুরস্কার বিতরণের আগে বড় হুজুর ছাত্রদের পড়ালেখার উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ কিছু নসিহত পেশ করেন। আলোচনায় আকাবির-আসলাফের পদাঙ্ক অনুসরণ ও জামিয়ার গুরুত্বপূর্ণ কিছু কানুন সম্পর্কে ছাত্রদের অবহিত করেন। যে কোন জামাতের সকল কিতাবে ৯৫ গড় অর্জনকারী তালিবে ইলমদের জন্য মাদ্রাসার পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হবে মর্মে ঘোষণা দেন। তাদের জন্য বিশেষ আবাসন ও উন্নততর খাবার-দাবারের ব্যবস্থা করা হবে বলে ঘোষণা করেন। তিনি আশা ব্যক্ত করেন, ভাল ছাত্ররা আপন পরিশ্রম ও দুআর মাধ্যমে আরও অগ্রসর হবে এবং উস্তাদদের জন্য আনন্দের কারণ হবে।