বর্ষ: ১, সংখ্যা: ২
জুমাদাল আখিরাহ ১৪৪৭ | সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর- ২০২৫
জামিয়ার দিন-রাত
১৬/০১/১৪৪৭হি.
১২/০৭/২০২৫ঈ.
শনিবার
আজ আছরের পর শায়খ হাসান জামিল হাফিযাহুল্লাহ ছাত্রদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়ে বয়ান করেন। শায়খের আলোচনার মূল বিষয় ছিল—আল্লাহ তাআলার ধমক سَنَسۡتَدۡرِجُهُم مِّنۡ حَیۡثُ لَا یَعۡلَمُونَ।
অর্থাৎ যারা আমার আয়াতসমূহকে মিথ্যা বলেছে, তাদের আমি ধীরে ধীরে ধ্বংসের দিকে নিয়ে যাব।
‘استدرج’ অর্থ হলো ধীরে ধীরে, এক ধাপ এক ধাপ করে উপরে বা নিচে নামানো। আর لا يعلمون মানে আমরা যা তাদের জন্য ঠিক করেছি, তারা তা বুঝতে পারবে না। অর্থাৎ, তাদের ওপর বারবার এমন সুযোগ-সুবিধা ও আমোদ-প্রমোদ আসবে যাকে তারা তা আল্লাহর পক্ষ থেকে উপহার মনে করবে। এই অভাবনীয় প্রাপ্তিতে তারা অহংকারী হয়ে উঠবে এবং ভুলের চোরাবালিতে আকণ্ঠ ডুবে যাবে; যতক্ষণ না তাদের জন্য শাস্তি নিশ্চিত হয়ে যায়।
অর্থাৎ, মানুষ অনেক সময় বুঝতে পারে না যে, আল্লাহ ধাপে ধাপে তাকে নিজের কাছে থেকে দূরে সরিয়ে দিচ্ছেন।
শায়খ আলোচনার এক পর্যায়ে বললেন—এর একমাত্র কারণ হলো আমল কবুল না হওয়া। যখন বান্দার আমল আল্লাহর দরবারে কবুল হয় না, তখন ধীরে ধীরে সে আল্লাহ তাআলার রহমত ও দৃষ্টি থেকে বঞ্চিত হতে থাকে। এটা সবচেয়ে বড় ক্ষতি—আল্লাহর নজর থেকে দূরে সরে যাওয়া।
তিনি বলেন—বিরোধী পক্ষের স্বভাব হলো, যদি তারা যুক্তি দিয়ে পরাজিত হয়, তখন শক্তি ও ক্ষমতা দেখাতে চায়। এর উদাহরণ পাওয়া যায় হাবিল ও কাবিলের কাহিনীতে। যখন কাবিল যুক্তিতে পরাজিত হয়েছে, তখন সে শক্তি প্রয়োগ করেছে; এমনকি হত্যা পর্যন্ত করেছে।
এভাবে তিনি বিষয়টি খুব গভীর অথচ হৃদয়গ্রাহী ঢঙে বুঝিয়ে দেন—আমল কবুল হওয়া আল্লাহর রহমতের সর্বশ্রেষ্ঠ নিদর্শন, আর তা থেকে বঞ্চিত হওয়া মানুষের জীবনের ভয়ংকর ক্ষতি।