বর্ষ: ১, সংখ্যা: ২
জুমাদাল আখিরাহ ১৪৪৭ | সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর- ২০২৫
জামিয়ার দিনরাত
জামিয়ার দিনরাত
০৪/০১/১৪৪৭হি.
৩০/০৬/২০২৫ঈ.
সোমবার
আজ বাদ আসর জামিয়ার মুহতামিম ও শাইখুল হাদিস শায়খ হাসান জামিল হাফি. দুটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। প্রথমটি ছিল গায়রে দরসি কিতাব পড়া সম্পর্কিত, আর দ্বিতীয়টি মোবাইল ফোন ব্যবহার নিয়ে।
তিনি বলেন, মাদরাসামহলে দরসের কিতাব হলো ছাত্রের ইলমচর্চার মূল ভিত্তি। এই কিতাবগুলো উলামায়ে কেরাম ও মুরুব্বিগণ ভেবেচিন্তে নির্বাচিত করেছেন; যাতে তলাবারা ইসলামি আইন, তাফসির, হাদিস, আকিদা ও ফিকহের মূল বিষয়গুলো সঠিকভাবে আত্মস্থ করতে পারে। গায়রে দরসি (পাঠ্যক্রমবহির্ভুত) বই পড়া বেশিরভাগ ক্ষেত্রে ছাত্রদের জন্য পদস্খলন ও বিভ্রান্তির কারণ হয়ে দাঁড়ায়।
দরসের কিতাব ছাত্রের মননশীলতা, ইলমি দৃঢ়তা ও বিশ্লেষণ ক্ষমতা বৃদ্ধি করে। সঠিক জ্ঞানের পথে সহায়ক হয়। এলোমেলো ও অপকারী জ্ঞানার্জন থেকে ছাত্রদের সময় ও মেধাকে হিফাজত করে। গায়রে দরসি কিতাব অনেক সময় তালিবুল ইলমদের আকাবির-আসলাফের পথ থেকে বিচ্যুত করে এবং ধ্বংসের গহ্বরে ফেলে দেয়। আমরা চাই না আমাদের একটা সন্তানও বিভ্রান্তির চোরাবালিতে হারিয়ে যাক। ফিতনার সর্বগ্রাসী থাবা তাদের উজ্জ্বল ভবিষ্যত বিনির্মাণের পথে অন্তরায় হয়ে দাঁড়াক।
এক পর্যায়ে বলেন, দরসের কিতাবের বাইরে বই পড়ার আগে উস্তাদের পরামর্শ নেওয়া জরুরি। যে কোনো নতুন বই পড়ার ক্ষেত্রে লেখকের চিন্তা ও বিশ্বাসের গ্রহণযোগ্যতা যাচাই করা আবশ্যক। একমাত্র অভিজ্ঞ ও দরদি উস্তাদ পারেন ছাত্রকে সঠিক রাহনুমায়ি করতে।
ছাত্রদের উচিত প্রথমে দরসি কিতাবের সুগভীর জ্ঞান অর্জনে আত্মনিয়োগ করা। তারপর প্রয়োজন অনুসারে উস্তাদের পরামর্শে অতিরিক্ত জ্ঞানার্জনে ব্রতী হওয়া। দরসের কিতাব অগ্রাহ্য করে গায়রে দরসি বই পড়া শিক্ষার্থীদের জন্য বিপদজনক। সুতরাং, দরসের কিতাব সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পড়া কর্তব্য। সময় ও সুযোগমত উস্তাদের তত্ত্বাবধানে পাঠাগারে সংরক্ষিত গায়রে দরসি কিতাব থেকে উপকৃত হওয়া। তোমাদের জ্ঞানের দিগন্ত বিস্তৃত করতে জামিয়ার পাঠাগার গড়ে উঠেছে। সেখানে নির্ভরযোগ্য ও নিরাপদ গ্রন্থাবলীর সঞ্চয় গড়ে তোলা হয়েছে। সেখান থেকে উপকৃত হও। ব্যক্তিগত পছন্দের ধাঁধায় পড়ে ক্ষতির মুখে পড়ো না।
মোবাইল ফোনের ব্যবহার সম্পর্কে তিনি সতর্ক করে বলেন: ‘জামিয়ার সকল তালিবুল ইলমের জন্য মোবাইল ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। ছোট-বড় সবার জন্য এক আদেশ। সতর্ক থাকো। মাদরাসার আইন ভঙ্গ করে নিজেকে ক্ষতিগ্রস্ত করো না। এ ব্যাপারে আমরা ন্যুনতম শিথিলতা করবো না।’
"শান্তি ও নিরাপত্তা সংকট এবং সিরাতে তাইয়্যিবার আলোকে সমাধান" —ড. বশির আহমদ রিন্দ
রাসুল (সা.) এর জন্মতারিখ এর তাত্ত্বিক বিশ্লেষণ লেখক: মুফতি রেজাউল হক দা.বা. শায়খুল হাদিস ও মুফতি, জামিয়া দারুল উলুম যাকারিয়া, দক্ষিণ আফ্রিকা
নবিজি (সা.) এর মাদানি রাজনীতি: কিছু দৃষ্টিভঙ্গি ড. মাওলানা সাইয়্যেদ আহমাদ ইউসুফ বিন্নুরি (গত ৯ মার্চ ২০২৩ শুক্রবার ড. মাওলানা সাইয়্যেদ আহমাদ ইউসুফ বিন্নুরি(হযরত মাওলানা ইউসুফ বিন্নুরি রহ. এর নাতি ও জামিয়া বিন্নুরি টাউন, করাচির নায়েবে মুহতামিম) নবি করিম সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর "Political Life" (রাজনৈতিক জীবন) বিষয়ে "Institute Of Business Management" (ইনস্টিটিউট অব বিজনেস ম্যানেজম্যান্ট) এ ছাত্রদের উদ্দেশ্য বক্তব্য রেখেছেন। তাখাসসুস ফি উলুমিল হাদিসের ছাত্র মুহাম্মাদ তায়্যিব হানিফ উক্ত বক্তব্যটি রেকর্ড করে লিখন-শৈলীতে ঢেলে সাজিয়েছেন। অধিক কল্যাণ বিবেনায় পাঠকবৃন্দের উদ্দেশ্যে এখানে পত্রস্থ করা হচ্ছে।)