বর্ষ: ১, সংখ্যা: ২
জুমাদাল আখিরাহ ১৪৪৭ | সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর- ২০২৫
ফাতাওয়া ও মাসায়িল ফতোয়া বিভাগ : জামিয়া ইসলামিয়া দারুল উলুম রূপগঞ্জ যাকাত-সদকা
আমীরুল ইসলাম
গাজীপুর
দানকৃত গোশত মাদরাসার ছাত্রদের খাওয়ানোর সহিহ তরিকা কী?
১০৭ প্রশ্ন: মাদরাসায় যে সমস্ত গোশত দান করা হয় তা মাদরাসার ছাত্রদের খাওয়ানোর সহিহ তরিকা কী?
আর যে সমস্ত ছাত্ররা পূর্ণ বা আংশিক টাকা দিয়ে খাবার খায়, তাদেরকে কুরবানীর গোশত খাওয়ানোর সহিহ তরিকা কী?
বিস্তারিত দলিল-প্রমাণসহ জানিয়ে বাধিত করবেন।
উত্তর : মাদরাসায় দানকৃত গোশতের দুটি ধরণ হতে পারে
১. সাধারণ দান-সদকা। ২.ওয়াজিব সদকা- যেমন, মান্নত, কাফফারার দান।
সুতরাং দানকৃত গোশত যদি প্রথম প্রকারের হয়, তাহলে ধনী ও গরিব সকল ছাত্র খেতে পারবে।
আর যদি দ্বিতীয় প্রকারের হয়, তাহলে শুধু গরিবরা খেতে পারবে, ধনীরা নয়।
তবে ধনী-গরীব সকল ছাত্রদের খাওয়াতে চাইলে এই পদ্ধতি অবলম্বন করা যেতে পারে যে, কোন গরিব ছাত্রকে সেই দানকৃত গোশতের মালিক বানিয়ে দিবে, অতঃপর সেই ছাত্র মাদরাসায় নফল দান করে দিলে সকল ছাত্রই তা খেতে পারবে।
আর কুরবানির গোশত ধনী-গরিব সবাই খেতে পারে। তাই পূর্ণ বা আংশিক টাকা দিয়ে যারা খাবার খায়, তারাও কোরবানির গোশত খেতে পারবে। উল্লেখ্য, দানকারীর দানের ধরন ও উদ্দেশ্য জেনে তদনুযায়ী বিষয়গুলো ইন্তেযাম করতে হবে।
(بدائع الصنائع2/497)
وكما لا يجوز صرف الزكاة إلى الغنى لا يجوز صرف جميع الصدقات المفروضة والواجبة إليه…. وأما صدقة التطوع فيجوز صرفها إلى الغنى، لأنها تجري مجرى الهبة .
-আযযাখীরাতুল বুরহানিয়া ৮/৩৪১;
ফাতাওয়া কাসেমিয়া ১১/৯৫