বর্ষ: ১, সংখ্যা: ২
জুমাদাল আখিরাহ ১৪৪৭ | সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর- ২০২৫
ফাতাওয়া ও মাসায়িল ফতোয়া বিভাগ : জামিয়া ইসলামিয়া দারুল উলুম রূপগঞ্জ ওয়াকফ
ইব্রাহিম খলিল
বীরগঞ্জ দিনাজপুর
ওয়াকফকৃত গোরস্থানে রাস্তা বানানো কি বৈধ?
১১৮ প্রশ্ন : ওয়াকফকৃত গোরস্থানের মধ্যে মানুষ চলাচল কিংবা ক্ষেতের ফসল আনা নেওয়ার জন্য রাস্তা বানানো জায়েয আছে কি না? জানিয়ে বাধিত করবেন।
উত্তর: ওয়াকফকৃত সম্পত্তি ওয়াকফকারী যে উদ্দেশ্যে ওয়াকফ করেছেন, তা ব্যতীত অন্য কাজে ব্যবহার করা বৈধ নয়। অতএব প্রশ্নোক্ত সূরতে ওয়াকফকৃত গোরস্থানের মধ্যে মানুষ চলাচল কিংবা ফসল আনা নেওয়ার জন্য রাস্তা বানানো জায়েয নেই।
١ـ البحر الرائق(٢/ ٣٤١) مكتبة زكريا.
ويكره أن يطأ القبر أو يجلس أو ينأم عليه…ثم المشي عليه يكره…وفي الخلاصة: ولو وجد طريقا في المقبرة وهو يظن أنه أحدثوه لا يمشي في ذلك.
-রদ্দুল মুহতার ৬/৬৮৩;
ফাতাওয়া কাযীখান ৯/২২০