বর্ষ: ১, সংখ্যা: ২
জুমাদাল আখিরাহ ১৪৪৭ | সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর- ২০২৫
ফাতাওয়া ও মাসায়িল ফতোয়া বিভাগ : জামিয়া ইসলামিয়া দারুল উলুম রূপগঞ্জ মান্নত-কসম
মুহাম্মদ আবু রায়হান
মেহেন্দিগঞ্জ, বরিশাল
মান্নতের কারণে কি ছেলেকে নির্ধারিত মাদ্রাসায় পড়ানো আবশ্যক হয়ে যাবে?
১১৭ প্রশ্ন : আমার বড় ভাই বিয়ের আগে মান্নত করেছেন, "যদি তার পুত্র সন্তান জন্মগ্রহণ করে, তাহলে তাকে ছারছীনা মাদ্রাসায় পড়াবেন।" গত বছর আমার ভাইয়ের একজন পুত্র সন্তান জন্মগ্রহণ করেছে।
এখন আমার জানার বিষয় হলো,
১. উক্ত মান্নতের কারণে কি তাকে ছারছীনা মাদ্রাসায় পড়ানো আবশ্যক?
২. ছারছীনা মাদ্রাসায় না পড়িয়ে অন্য কোনো মাদ্রাসায় পড়ালে সমস্যা আছে কিনা?
উপরোক্ত বিষয়ে শরীয়তের বিধান জানিয়ে বাধিত করবেন।
উত্তর : ইসলামী শরীয়াহ মতে, মান্নত সহিহ হওয়ার জন্য শর্ত হলো, মান্নতকৃত বিষয়টি ওয়াজিব ইবাদতের প্রকার থেকে হওয়া। নফল কাজের মান্নত পুরা করা জরুরি নয় এবং গুনাহের মান্নত আদায় করা জায়েয নেই।
প্রশ্নোক্ত সুরতে আপনার ভাইয়ের মান্নতকৃত বিষয়টি (তার ছেলেকে ছারছীনা মাদ্রাসায় পড়ানো) যেহেতু ওয়াজিব ইবাদতের অন্তর্ভুক্ত নয়, তাই উক্ত মান্নত পুরা করা ওয়াজিব নয়। যেকোনো দ্বীনি মাদ্রাসায় সন্তানকে পড়াতে পারবেন। তবে এক্ষেত্রে আলেমদের সাথে পরামর্শ করে মাদরাসা নির্বাচন করা বাঞ্ছনীয়।
(٣) بدائع الصنائع، كتاب النذر، شرائط الركن، ٤\٢٢٨، زكريا.
ومنها: أن يكون قربة مقصودة فلا يصح النذر بعيادة المرضى وتشييع الجنائز والوضوء وغير ذلك، وإن كانت قربا لأنها ليست بقرب مقصودة.
-ইলাউস সুনান, হাদীস ৩৫/৭৩
আদ্দুররুল মুখতার ৩/ ৭৩৬;
ফাতাওয়া তাতারখানিয়া ৬/২৮১